১০০’র বেশি আসন পাবে না বিজেপিঃ মমতা
ই-বার্তা ডেস্ক।। ভারতের আসন্ন লোকসভা নির্বাচন বেশ সরগরম চলছে দল গুলোর মধ্যে। রোববার এক সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৫৪৩ আসনের মধ্যে ১০০–র বেশি আসন পাবে না মোদির দল।
মমতা ব্যানার্জি বলেন, ‘নরেন্দ্র মোদি জনতার চৌকিদার নন। দেশকে লুঠ করার চৌকিদার। নোট বাতিলের চৌকিদার। বিজেপি বিদায় নিলে নতুন সরকার এলে সব দুর্নীতির তদন্ত হবে। সাহস থাকলে আমার সঙ্গে বিতর্কে বসুন। বিজেপি–র অত্যন্ত খারাপ দিন আসছে। ভোটের পর আমাদের প্রধানমন্ত্রী ঠিক হবে। নরেন্দ্র মোদি সামান্য ব্লকের নেতা হওয়ারও যোগ্য নন। অথচ তিনি হয়েছেন প্রধানমন্ত্রী। আবার বলছি, বাংলা থেকে বিজেপি শূন্য পাবে।’
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সভায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তুমুল প্রশংসা করে তার জন্য ভোট চেয়েছেন মমতা। তিনি বাংলায় বললেন, ‘চন্দ্রবাবু নাইডু ভাল কাজ করেছেন। তাকে ভোট দিন।’ সভায় নরেন্দ্র মোদি ও অমিত শাহকে তীব্র আক্রমণ করে মমতা শ্লোগান দেন ‘মোদি হঠাও, দেশ বাঁচাও।’
এর আগে বিশাখাপট্টমে রওয়ানা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা বলেন, ‘দেশে গণতন্ত্র বিপন্ন। স্বৈরাচারী শাসন চলছে। ক্ষুদ্রস্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে মোদির বিরুদ্ধে একসঙ্গে ভোট দিতে হবে। মোদিকে জবাব দেবে জনগণের ফ্রন্ট। গোটা ভারতেই অস্থিরতা চলছে। বাক স্বাধীনতা নেই। চলছে সন্ত্রাস। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’
রোববার দুপুরের বিমানে বিশাখাপত্তমে যান মমতা। সভা সন্ধ্যে ৬টায় শুরু হলেও মমতা মঞ্চে পৌঁছন ৭টায়। প্রায় ৪৫ মিনিট ভাষণ দিয়ে সভা মাতিয়ে তোলেন। প্রিয়দর্শিনী স্টেডিয়াম ছিল কানায় কানায় ভরা। মমতাকে জনতা করতালিতে, স্লোগানে অভিনন্দিত করে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু