১০০ নববধূর মাঝে ১ কোটি টাকা ভাগ করে দিলেন অক্ষয়
ই-বার্তা ডেস্ক।। বলিউডের তিন খানের মতো হিট না হলেওঅক্ষয় কুমারের যে একটা আলাদা অবস্থান আছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।বিভিন্ন সময় নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে পাওয়া গেছে বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমারকে। রিয়েল লাইফেও তাই একইরকম নায়ক থেকে যান অক্ষয় কুমার।
সম্প্রতি পুলওয়ামা হামলায় নিহত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের পরিবারের জন্য অর্থতহবিল সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফলোয়ারদের উৎসাহিত করেন তিনি। এবার ভারতে গণবিবাহে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এলেন ৫১ বছর বয়সী এই সুপারস্টার।
সম্প্রতি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেন অক্ষয়। সেখানে সুবিধাবঞ্চিত শ্রেণির ১০০ নববধূকে তাদের ভবিষ্যতের জন্য ১ লাখ রুপি করে মোট ১ কোটি রুপি উপহার দিয়েছেন এই নায়ক।
এদিকে পুলওয়ামা হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলোর জন্য ৫ কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয়। বর্তমানে কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়।
ই-বার্তা/ মাহারুশ হাসান