তনুশ্রীর পক্ষ নিলেন কাজল

ই-বার্তা ডেস্ক ।।  তনুশ্রী দত্ত ২০০৮ সালে নানা পটেকরের বিরুদ্ধে অভিযোগ এনে হেনস্তার শিকার হয়েছিলেন।এখনও তিনি তেমনটাই হচ্ছেন বলে আসছেন ।  মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সেই দিনটিতেই  তাঁর গাড়ি ভাঙচুর করে তাঁকে ভয় দেখিয়েছিল, এখনও তেমনটাই হচদেস

 

সাম্প্রতিক তনুশ্রী জানান ‘বিগ বস’-এ যোগ দিতে পারেন তিনি! এটা জেনেই হুমকি চিঠি পাঠিয়েছে সেনা- তনুশ্রী এলে ‘বিগ বস’-এর লোনাভালার সেট আর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে! এ ছাড়া রাজনৈতিক মহলেও বিষয়টা নিয়ে শুরু হয়েছে আলোচনা! শিব সেনা এমএলএ দীপক কেসরকর নানার চরিত্র এবং সমাজসেবার ভূয়সী প্রশংসা করে সন্দেহ প্রকাশ করেছেন তনুশ্রীর চরিত্র নিয়েই। 

 

অন্য পক্ষে, মানেকা গান্ধীর সাফ বক্তব্য- “ভিকটিম কখন মুখ খুলছে সেটা গুরুত্বপূর্ণ নয়, যখনই সরব হবেন কেউ, তখনই তাঁর দাবি শোনা উচিত!”কিন্তু এই সব কিছুর মধ্যে আপাতত কাজলের বক্তব্য ভাবাবে। ‘হেলিকপ্টার ইলা’ ছবির প্রচারে তনুশ্রীর হেনস্তা নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানিয়েছেন নায়িকা- “তনুশ্রীর একটা কথাও মিথ্যে নয়! তনুশ্রী সব সত্যি বলছেন! আমি এর আগে আরও অনেকে এই ভাবে হেনস্তা হয়েছেন সেটা শুনেছি। কিন্তু কেউই বিষয়টা নিয়ে এগোননি, পুরোটাই রয়ে গিয়েছে গুজব হয়ে। এটুকু বলব- আমার সঙ্গে এমন হলে বা আমার সামনে কারও সঙ্গে এমন হলে আমি অবশ্যই সরব হব, ঠিক যেমনটা তনুশ্রী হয়েছেন!” বিবৃতি থেকে স্পষ্ট- নাম না করেও নানাকে কাঠগড়ায় রেখেছেন কাজল!

 

দেখা যাক, আর কে কী বলেন পরে এ নিয়ে! যদিও মুখ খুলতেই যেমন বাজে ভাবে ঘেরাও হলেন কাজল, তা অনেককেই ভয়ে রাখতে পারে!

 

 

 

ই-বার্তা/ ডেস্ক