১৪ জানুয়ারি যুদ্ধাপরাধী কায়সারের আপিলের রায়
ই- বার্তা ডেস্ক।। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জাতীয় পার্টির সরকারের প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল রায় আগামী ১৪ জানুয়ারি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে মঙ্গলবার এ আপিল মামলার রায়ের তারিখ ধার্য করেন। আপিল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মো. নুরুজ্জামান।
২০১৫ সালে আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনাল কায়সারের মৃত্যুদণ্ডের রায় দেন। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের এক মাসের মধ্যে খালাস চেয়ে আপিল করেন তিনি। এরপর ২০১৭ সালের ১৩ অগাস্ট এক আদেশে আপিল বিভাগ আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দেন। ওই বছর ১০ অক্টেবর শুনানি শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে তা পিছিয়ে যায়। গত ১০ জুলাই সর্বোচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু হয়। যুক্তি উপস্থাপন শেষে মঙ্গলবার মামলাটি রায়ের পর্যায়ে আসে।
কায়সারের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ ও এ এম আমিনউদ্দিন মানিক।
একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় বাহিনী গঠন করে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা, গণহত্যা, ধর্ষণসহ যুদ্ধাপরাধে নেতৃত্ব দিয়েছিলেন এই মুসলিম লীগ নেতা। অন্য অপরাধের পাশাপাশি দুই সাঁওতাল নারী হীরামনি ও মাজেদাকে ধর্ষণের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।