১৮ অক্টোবর ঢাকায় শোকসভা করবে ঐক্যফ্রন্ট
ই- বার্তা ডেস্ক।। ১৮ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদেঢাকায় শোকসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
গতকাল রোববার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আবরার হত্যার প্রতিবাদে শোক জমায়েতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না এ কর্মসূচি ঘোষণা করেন।
মান্না বলেন, ১৮ অক্টোবর রাজধানীতে প্রকাশ্যে কোনো জায়গায় আবরারের মৃত্যুতে জাতীয় শোকসভা করবো।
তিনি বলেন, সবার কাছে এ খবর পৌঁছে দিতে হবে। এটাই আমাদের প্রধান কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যানে বা কেন্দ্রীয় শহীদ মিনারে সভার জন্য অনুমতি চাইব। বাধা দিলে প্রতিহত করা হবে।
ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রধান আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।