২০১৮ সালে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী
ই-বার্তা ডেস্ক ।। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন যে ২০১৮ সালে কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি।
শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি প্রশ্নফাঁস রোধে সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
দিপু মনি বলেন, ‘২০১৮ সালে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। কাজেই আমরা বিশ্বাস করি এ বছরও পরীক্ষা ভালোভাবে করতে পারবো। তবে সেখানে সকলের সর্বাত্মক সহযোগিতা আমাদের দরকার। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে আমরা পাবো এই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে।’
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া