আজ চট্টগ্রামে আওয়ামী লীগের পাল্টা সমাবেশ

ই-বার্তা ডেস্ক ।।  জাতীয় ঐক্যফ্রন্ট নগর বিএনপি কার্যালয়ের সামনে আজ সমাবেশ করবে। ।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ পাল্টা সমাবেশের ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের মধ্যেই।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা  ২৭ অক্টোবর বিকেল ৩টায় এই সমাবেশ নগরীর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) চত্বরে করবেন। আওয়ামী লীগের চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই সমাবেশে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন সমাবেশে ।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম সুজন এই সমাবেশকে জাতীয় ঐক্যফন্টের পাল্টা সমাবেশে অভিহিত করেন ।তিনি আরও বলেন আমরা পাল্টা সমাবেশ করলেও তা হবে শান্তিপূর্ণ। আমরা শুধু দেখাতে চাই  আমাদের সমাবেশে লোক সমাগম বেশি হবে জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ে।জনগণ তাদের সাথে নেই আমরা তাদের বুঝাতে চাই। জনগণ আছে শেখ হাসিনার উন্নয়নের সাথে।

 

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক