৭ হাজার পানির জার ধ্বংস বিএসটিআই’র অভিযানে
ই-বার্তা ডেস্ক।। নোংরা , মানহীন পানি বিক্রির অভিযোগে ৬ হাজার ৬০০টি পানির জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। এছাড়া ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।
আজ সোমবার দু’টি পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে পানির জার ধ্বংস এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে এ সব মামলা করা হয়।
এ সময় বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন বলেন, ক্রেতা বা ভোক্তাসাধারণ যাতে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য সামগ্রী পেতে পারে সে বিষয় নিশ্চিত করতে বিএসটিআই কাজ করে যাচ্ছে। ভেজাল বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
।রাজধানীর বিভিন্ন এলাকায় সব মিলিয়ে মোট ২২টি হোটেল, রেস্তোরা ও টি স্টলে অভিযান পরিচালনা করে ৬,৬০০টি নোংরা ও ননফুড গ্রেড জার ধ্বংসসহ ৪টি পানি ভর্তি পিকআপ জব্দ করা হয়।
এদিকে, ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেত বাজার ও গুলশান এলাকায় ১০টি প্রতিষ্ঠানের নামে মামলা দায়ের করা হয়।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ