বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে ইইউ

ই-বার্তা ডেস্ক।।  গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক।  এসময় তিনি বলেছেন, ‘ইইউ বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চায়।’ 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, ‘ইইউ বাংলাদেশের জন্য বৃহত্তম রপ্তানি গন্তব্য।’ 

বৈঠকে তেরিংক বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য বাড়ানো উচিত।’ তিনি আরো বলেন, ‘ইইউ বাংলাদেশের বিশেষ করে শিক্ষা খাতের ক্ষেত্রে বড় উন্নয়ন অংশীদার।’

এ সময় ইইউ দূতের সঙ্গে থাকা জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলটজ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়ে উঠছে।’

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল এবং এ পুরোটা সময় প্রকাশ্যে-অপ্রকাশ্যে সামরিক শাসন চলেছে।’ 

নির্বাচন নিয়ে আলাপকালে শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে মোট ৮৪ শতাংশ ভোট পড়েছিল এবং তখন বিএনপি ২৮টি ও জাতীয় পার্টি ২৪টি আসন পেয়েছিল।’  ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের বিশাল পরাজয় সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘দেখে মনে হয়েছে যে তারা নির্বাচনের প্রতি আদৌ আগ্রহী ছিল না।’

প্রধানমন্ত্রী ইইউর বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এমনকি তারা এখানে যৌথ উদ্যোগেও বিনিয়োগ করতে পারে।  সরকারের লক্ষ্য হলো তৃণমূল স্তরকে কেন্দ্র করে দেশের উন্নয়ন নিশ্চিত করা।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু