গোলশূন্য ড্র’য়ে শীর্ষে ফেরা হলো না লিভারপুলের

ই-বার্তা ডেস্ক।।  প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে ম্যাচ জেতার কোন বিকল্প ছিল না লিভারপুলের সামনে।  কিন্তু সাদিও মানে-মোহাম্মেদ সালাহরা এভারটনের বিপক্ষে বল জালের জড়াতে ব্যর্থ হলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।  ফলে ম্যানচেস্টার সিটির পেছনে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ইয়ুর্গুন ক্লপের দলকে। 

গুডিসন পার্কে রোববার রাতে লিভারপুল এভারটনের ম্যাচটি গোলশূন্য ড্র হলে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানে থাকা নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির ।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারেনি কোন দলই।  দুদল বিচ্ছিন্নভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও কেউই কাঙ্খিত সফলতা খুজে পায়নি।  ডিসেম্বরে আনফিল্ডে জর্ডান পিকফোর্ডের ভুলে ডিভক অরিগির ৯৬তম মিনিটের গোলে জয় পেয়েছিল লিভারপুল। এবার ইংলিশ গোলরক্ষকের নৈপুণ্যেই মূল্যবান পয়েন্ট অর্জন করে স্বাগতিকরা।  গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলে একই চিত্র ফুটে ওঠে দ্বিতীয়ার্ধেও।

বিরতির পর দারুণ ট্যাকলে সালাহকে গোল করতে দেননি মাইকেল কিন।  আর পুরো ম্যাচে লিভারপুল গোলরক্ষককে তেমন কোন পরীক্ষা দিতে হয়নি।  একই রাতে চলতি বছরে প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে প্রথম জয়ের দেখা পেয়েছে চেলসি।  পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল ফুলহামকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে দ্যা ব্লুজরা। 

শীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট ৭১।  ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ইয়ুর্গুন ক্লপের দল।  ৬১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু