অক্ষয়ের জবাব

ই-বার্তা ডেস্ক।।  অভিনেতা অক্ষয় কুমার। ২০১৬ সালে রুস্তমসিনেমায় একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন।সম্প্রতি সেই সিনেমায় ব্যবহৃত নৌবাহিনীর কর্মকর্তার পোশাক নিলামে তোলা হয়। কিন্তু তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। অক্ষয়ের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে বিদ্রূপ করা হয়।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে এ বিষয়ে অক্ষয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে এ বিষয়ে সমর্থন করছি। আমি এবং আমার স্ত্রী মহৎ উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করছি। এটি একটি পোশাক যা আমার সিনেমায় ব্যবহৃত হয়েছে। মহৎ উদ্দেশ্যে এটি নিলামে তোলা হয়েছে। আমার মনে হয় না কোনো খারাপ কাজ করেছি। কেউ যদি মনে করেন খারাপ হয়েছে তবে ঠিক আছে, আমার এতে কিছু করার নেই।’

গত ২৬ এপ্রিল মাইক্রোব্লগিং সাইট টুইটারে নৌবাহিনীর পোশাক পরিহিত রুস্তম সিনেমায় একটি ছবি পোস্ট করে অক্ষয় লিখেছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রুস্তম সিনেমায় আমি যে নৌবাহিনীর কর্মকর্তার পোশাক পরেছিলাম সেই পোশাকটি আপনারা জিততে পারবেন। এটি নিলাম করা হচ্ছে প্রাণী উদ্ধার ও কল্যাণের কাজে।’

কিন্তু বিতর্ক শুরু হয় যখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্যক্তি নৌবাহিনীর কর্মকর্তার পোশাক নিলামে তোলার বিষয়টি ঠিক হয়নি বলে দাবি করে একটি পোস্ট করেন। পাশাপাশি টুইঙ্কেল খান্নাকে শারীরিক আঘাতেরও হুমকি দেন।

পরবর্তী সময়ে টুইঙ্কেল খান্না টুইটারে সেই পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সিনেমায় ব্যবহৃত একটি পোশাক, স্মারক হিসেবে নিলামে তুলে তা দাতব্য কাজে ব্যবহারের জন্য একজন নারীকে শারীরিকভাবে আঘাতের হুমকি দেয়াটা সমাজের অংশ হিসেবে আপনি কী ঠিক মনে করেন? আমি এর উত্তর কোনো হুমকি দেব না বরং আইনের আশ্রয় নেব।’

 

 

ই-বার্তা/ডেস্ক