অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন ড. কামাল

ই-বার্তা ডেস্ক।।   বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ড. কামাল চকবাজারের ঘটনাস্থলে যান। সেখানে নিহত ও অগ্নিদ্বগ্ধদ স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। সেখানে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, পরিদর্শনের সময় ড. কামাল বলেছেন- ‘এ ঘটনায় শুধু সরকারকে দোষারোপ করলে হবে না। সবাইকে নিয়ে দুর্যোগ মোকাবেলা করতে হবে।’

তিনি (ড. কামাল) আরও বলেন, ‘নিমতলীয় ঘটনার পরে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল এবং তদন্ত কমিটি যে সুপারিশ করেছিল তা যথাযথভাবে পালন করা হয়নি। এবার তদন্ত কমিটি হয়েছে তারা যে সুপারিশ করবে তা যেন সঠিকভাবে পালন করা হয়। যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর না ঘটে।’

ই-বার্তা/ মাহারুশ হাসান