অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

ই-বার্তা ডেস্ক।।  শনিবার সন্ধ্যায় ওডিশার আবদুল কালাম দ্বীপ থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন সফল পরীক্ষা চালিয়েছে ভারত। 

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, দেশটির হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো রাতে কতটা কার্যকর একে একে তা যাচাই করা হচ্ছে। কিছুদিন আগেই অগ্নি-২ রাত্রিকালীন পরীক্ষায় উত্তীর্ণ হয়। 

সেনা সূত্রের বরাত দিয়ে বলা হয়, ওডিশার ভদ্রক জেলার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দূরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি পরীক্ষা করা হয় ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড-এর তত্ত্বাবধানে। অগ্নি-২ এর এটাই ছিল প্রথমবার রাত্রিকালীন উৎক্ষেপণ। 

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-ডিআরডিও সূত্র জানায়, ভারতের পরমাণু অস্ত্রাগারের মূল ভিত্তি হলো অগ্নি-২ মিসাইল। ২০১১ সালের জুনে সেনাবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হয়।

অগ্নি-২ ক্ষেপণাস্ত্র ৩০০০ থেকে ৫০০০ কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু