অতিরিক্ত এ্যাকশনে মোড়া ‘বাঘী ২’

ই-বার্তা।।  অ্যাকশনে শুরু এবং অ্যাকশনেই…শেষ। মাঝখানে আছে একটু রোম্যান্স এবং একটু ইমোশন৷ এই দিয়ে পরিচালক আহমেদ খান বানিয়ে দিলেন গোটা একটা সিনেমা যার নাম ‘বাঘী ২’৷

এমন তো না যে অ্যাকশন সিনেমায় গল্প থাকবে না, কিন্তু সত্যিকারের সিনেমাপ্রেমী যাঁরা তাঁদের কিন্তু এই সিনেমা দেখলে গল্পের ক্ষিদে পাবেই, এটা হলফ করে বলাই যায়৷

সিনেমাতে রণি(রণদীপ প্রতাপ সিং) একজন আর্মি অফিসার৷ রণির সঙ্গে গোয়ায় গিয়ে দেখা হয় তার এক্স গার্লফ্রেন্ড নেহার(দিশা পাটানি)৷ যার ছোট্ট মেয়ে নিখোঁজ৷ তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসছে না স্থানীয় প্রশাসন৷ সেই সময় তার পাশে এসে দাঁড়ায় রণি৷ তারপর জমজমাটি ফাইট সিক্যোয়েন্স৷ যা সিনেমার ইউএসপি৷

এটুকু বলা যেতে পারে টাইগারের অ্যাকশনই আপনাকে বসিয়ে রাখবে সিনেমা হলে৷ যদিও ছবির মধ্যে অযথা অ্যাকশন সিক্যোয়েন্সের সংখ্যা অনেক বেশী৷

মাঝে মাঝে মনে হতেই পারে কেন এত ফাইট? কেন এখানে ফাইট? এতটাও কি দরকার ছিল? কিন্তু কি আর করা যাবে এই সিনেমার ফ্রাঞ্চাইজির মূল উদ্দেশ্যই যে টাইগারকে অ্যাকশন হিরো রূপে বলিউডে প্রতিষ্ঠিত করা৷