অতীতের দুঃসময় ভুলে খেলায় মনযোগ দিতে চান সাব্বির

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার সাব্বির রহমান এই কথা এখন প্রতিষ্ঠা পেয়ে গেছে।  একের পর এক কুকর্মে জাতীয় দল থেকে নিষেধাজ্ঞাও পেয়েছিলেন।  টিম ম্যানেজমেন্ট আস্থা ছিল বলে সেই নিষেধাজ্ঞার মেয়াদ ফুরনোর আগেই আবারও ফিরেছেন জাতীয় দলে।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বুধবার বাংলাদেশ ছেড়েছে জাতীয় দলের ক্রিকেটারদের একটি অংশ।  দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন সাব্বির।

সাব্বির বলেন, অতীতের দুঃসময় নিয়ে না ভেবে তিনি এখন সামনে ভালো করার দিকেই মনোযোগ দিচ্ছেন।  এক্ষেত্রে সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না রাজশাহীর এই ক্রিকেটার।  

তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে একদম চিন্তা করছি না।  অতীত অতীতই, তা কোনোদিনও ফিরে আসবে না।  আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করছি।  আমার ওপর সবাই আস্থা রেখেছে।  অবশ্যই সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।  সমালোচনার জবাব দেওয়ার কোনো বিষয় নেই।  আমি ভালো খেলার চেষ্টা করব।’

সাব্বির মনে করেন, অতীতের বিতর্কের পরও দলে সুযোগ পাওয়া তার জন্য দ্বিতীয় সুযোগ।  সেই সুযোগ কাজে লাগিয়ে আগের সাব্বির হয়ে ফিরতে চান তিনি।  যে সাব্বিরকে একসময় জাতীয় দলের অনিবার্য অংশ ভাবতেন সবাই। 

তিনি বলেন, ‘অবশ্যই এটা আমার জন্য অনেক বড় সুযোগ।  হতে পারে আমার সেকেন্ড চান্স।  এজন্য আমাকে সেভাবেই নিজের মানসিকতা ঠিক রাখতে হবে।  চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসার জন্য।’

নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা সম্পর্কে সাব্বির বলেন, ‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে।  আবহাওয়া কেমন ধারণা আছে।  আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু