অদ্ভুত কারণে বন্ধ হয়ে গেলো খেলা

ই-বার্তা ডেস্ক।।   বৃষ্টির কারণে হরহামেশাই ক্রিকেট মাঠে খেলা বন্ধ হতে দেখা গেলেও এবার সূর্যের কারণেও যে খেলা বন্ধ হতে পারে, সেটাও দেখালো ক্রিকেট।

এমন ঘটনাই ঘটেছে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে। বুধবারের ম্যাচে নেপিয়ারে রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটিংয়ে ১০ ওভারের পর খেলা বন্ধ হয় সূর্যের কারণে। 

সূর্যের আলো এমন দিকে ছিল, যা কিনা ব্যাটসম্যানের চোখ বরাবর লক্ষ্য করা যাচ্ছিল। ফলে মাঠের আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন।

ম্যাকলিন পার্কের পূর্বের অভিজ্ঞতা বলে সন্ধ্যা সাতটার দিকে এই মাঠে খেলা নিরাপদ নয়। 

পরে অবশ্য ম্যাচটি ফের শুরু হয়। যেখানে কিউইদের করা ১৫৭ রানের জবাবে ব্যাট করে ডি/এল মেথডে ৮ উইকেটে জয় পায় ভারত।

উল্লেখ্য,  দুই বছর আগেই একই মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে এই সূর্যের কারণেই খেলা সাময়িক বন্ধ হয়েছিল। এছাড়া গত ১৯ জানুয়ারি লিগের একটি ম্যাচেও সমস্যা হয়েছিল।

ই-বার্তা/ মাহারুশ হাসান