অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়।

জানা যায়, সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে রওনা হলেও নাব্য সংকটের কারণে ফিরে আসতে হয়েছে। এ কারণে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্য সংকট কাটাতে নয়টি ড্রেজার দিয়ে নৌ চ্যানেলে ড্রেজিং করার পরও স্বাভাবিক করতে পারছে না শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটটি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

এদিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মহিউদ্দিন রাসেল বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথ এতদিন রাতে ফেরি বন্ধ থাকত। ‍বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি, পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।