অপরিকল্পিত নগর ব্যবস্থায় নাগরিক জীবনের সুরক্ষা ঝুঁকিতে

ই-বার্তা ।।  রাব্বি আল মামুন ।।   ঢাকা বাংলাদেশের রাজধানী। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, এই শহর প্রায় প্রতিটি জায়গায় উচু দালানকোঠা গায়ে গায়ে লাগানো অবস্থায় গড়ে ওঠার মূলে রয়েছে অপরিকল্পিত নগরায়ন ব্যবস্থা, যা নাগরিকদের জীবন, সম্পদ উভয়কেই ঝুঁকির মুখে ঠেলে দেয়।

 

প্রতি বছর নগরীর বিভিন্ন প্রান্তে প্রায় প্রতি মাসে অগ্নিকান্ডের খবর পাওয়া যায়। এতে কোটি কোটি টাকার সম্পদ নস্ট হবার পাশাপাশি নিহতের সংখ্যা কখনো শতক ছাড়িয়ে যায়।

 

ঢাকার বিভিন্ন এলাকার অগ্নিকান্ডগুলোর কারনসমূহের অন্যতম হিসেবে সামনে আসে ত্রুটিপুরন বৈদ্যুতিক লাইন-সংযোগ,গ্যাসের চুলা-সিলিন্ডার বিস্ফোরন ইত্যাদি।

Photo  : Rabbi Al Mubin

বসুন্ধরা শপিং কমপ্লেক্স, গুলশান এনডিসিসি মার্কেট, গুলশান ইপিজেড বস্তি তাজরিন গার্মেন্টস এই জায়গাগুলোর ঘটনা খুব বেশিদিন আগের না। এই স্থান গুলোর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেগুলোতে অগ্নি নির্বাপণের নিজস্ব ব্যবস্থা থাকার কথা থাকলেও তা বাস্তবে ছিলোনা,যা থাকলে হয়তো অনেক হতভাগ্য প্রানের করুন পরিনতি এড়ানো সম্ভব হতো।

 

অপরিকল্পিত উন্নয়ন এর পক্ষে যেমন সুফল বয়ে আনা সম্ভব নয় ঠিক তেমনি অপরিকল্পিত নগর ব্যবস্থায় নাগরিকের জীবনের সুরক্ষা নিশ্চিতকরন অলীক কল্পনা মনে হওয়াটাও বাড়াবাড়ি নয়।

 

Photo : Rabbi Al Mubin