অবশেষে পুরান ঢাকার কেমিক্যাল কারখানা অপসারণে অভিযান শুরু

ই-বার্তা ডেস্ক: অবশেষে পুরান ঢাকার আবাসিক এলাকার সকল প্রকার কেমিক্যাল, প্লাস্টিক ও ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের কারখানা ও গোডাউন অপসারণে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মাঠ পর্যায়ে এ অভিযান কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: শরিফ আহমেদের নেতৃত্বে অভিযানের প্রথম দিনে মোট ২১টি হোল্ডিংয়ের গ্যাস, পানি এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়।

এর মধ্যে দক্ষিণ সিটির ২৯নং ওয়ার্ডসহ ইসলামবাগ এলাকার অভিযানে মোট ৮টি এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেনের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ডসহ শহীদনগর এলাকায় পরিচালিত অভিযানে মোট ১৩টি সহ সর্বমোট ২১টি হোল্ডিংয়ের গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে কমিটির সদস্য ছাড়াও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মো: মোস্তফা কামাল মজুমদার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ