অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ই-বার্তা ডেস্ক।। খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আবারো গুরুতর অসুস্থ হওয়ায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখার পর ভর্তির পরামর্শ দেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও জোটের অন্যতম প্রতিষ্ঠাতা,একুশে পদকপ্রাপ্ত,খ্যাতিমান এই অভিনেতা গত ২ দিন ধরে বাসায় অসুস্থ ছিলেন। মলত্যাগের জটিলতায় ভুগছেন এটিএম শামসুজ্জামান। এর আগেও একই সমস্যায় গত ২৬ এপ্রিলে ভর্তি হয়েছিলেন তিনি।

এরপর দীর্ঘ চিকিৎসার পর বাসায় ফেরেন। ৮৮ বছর বয়সী এ অভিনেতা বার্ধক্যজনিত জটিলতাতেও ভুগছেন। গত এপ্রিলে অসুস্থ হওয়ার পর তিন মাস হাসপাতলে ছিলেন। গত সপ্তাহে ইত্যাদির একটি পর্বে কাজ করে আবারও অভিনয়ে ফেরেন। অন্যদিকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী, সহ সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।