অভিবাসী ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে  যুক্তরাষ্ট্রে  বিপুল সংখ্যক মধ্য আমেরিকান অভিবাসী  প্রবেশ করায় দেশটিতে দেখা দিচ্ছে মানবিক সংকট। অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে নানা রকম কঠোর পদক্ষেপ নিয়েও হিমশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে নানা রকম কঠিন বিধি-নিষেধ চালু করেছে ট্রাম্প প্রশাসন। তবে এসব কঠোর নীতি-নিষেধও পারছে না অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে।

কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, শুধু গত মাসেই এই সীমান্ত দিয়ে প্রায় ৭৬ হাজার অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (০৬ মার্চ) কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাক এলেনান সাংবাদিকদের বলেন, ধারণ ক্ষমতার চেয়েও বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করছে। ইতোমধ্যে এটি ব্রেক ইভেন পয়েন্ট অতিক্রম করে ফেলেছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান