অভিষেক-প্রিয়াঙ্কার মেয়ে জায়রা!

ই-বার্তা।। দীর্ঘ আট-নয় বছর পর প্রিয়াঙ্কা এবং অভিষেক একসঙ্গে ফিরছেন অনস্ক্রিনে৷ সোনালি বসুর পরবর্তী ছবি তৈরি হতে চলেছে স্পেশাল চাইল্ড অর্থাৎ অটিস্টিক শিশুদের জীবনকে কেন্দ্র করে৷ এর আগেও অবশ্য তিনি ‘মারগারিটা, উইথ আ স্ট্র’ ছবিটিতে অটিজিম নিয়ে নানান সমস্যা দেখিয়েছিলেন৷ যদিও তাঁর আসন্ন প্রজেক্টটির চিত্রনাট্য সম্পূর্ণ আলদা৷ সেখানে অভিনয়ে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন এবং তাঁদের সন্তানের চরিত্রে দেখা যাবে জায়রা ওয়াসিমকে৷ 

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি৷ আইশা চৌধুরী নামক এক মেয়ের জীবনের ওপর ভিত্তি করে লেখা হয়েছে স্ক্রিপ্ট৷ এই আইশার ভূমিকায় অভিনয় করবেন জায়রা৷ নিজের শারিরীক সমস্যাকে তুচ্ছ করে মনের জোড়ে কীভাবে সে নিজের পায়ে দাঁড়াবে, তাই নিয়ে এগোবে ছবির গল্প৷

মোটিভেশনাল স্পিকার হয়ে উঠবে আইশা শারিরীক সমস্যা পেরিয়ে৷ তাঁর জীবনের সেই ঘটনাকে সেলুলয়েডে তুলে ধরবেন পরিচালক সোনালি বসু৷ জন্মের সময় আইশার ইমিউনো ডেফিশিয়েন্সি ডিসঅর্ডারে আক্রান্ত হন৷ ১৩ বছর বয়সে পালমোনারি ফাইব্রোসিসেও ধরা পড়ে৷ এ সমস্ত বাঁধা পেরিয়ে আইশা নিজেকে প্রতিষ্ঠিত করে৷ ওইটুকু বয়সেই ২০১৫ সালের ২৪ জানুয়ারি মৃত্যুর কোলে ঢোলে পড়ে আইশা৷

সূত্রের খবর, ছবির প্রি প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ চলতি বছরেই শুরু হতে পারে ছবির শ্যুটিং।