অভিষেক হলো বাংলাদেশের আফ্রিদির

ই-বার্তা ডেস্ক।।   ঢাকার আলিস ইসলাম হঠাৎ ঝড়ের মত এসেই নিজের জাত চিনিয়েছিলেন। এবার সেই খাতায় নিজের নাম লেখাতে পারেন বাংলাদেশের আফ্রিদি। কারণ আলিসের মতই আফ্রিদির শুরু’টাও নেট বোলার হিসেবে। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেক’ও হয়ে গেলো তার।

চোটের কারণে রংপুরের স্কোয়াড থেকে ছিটকে যাওয়া পেসার আবুল হোসেন রাজুর পরিবর্তে রংপুর শিবিরে ডেকে পাঠানো হয়েছে ১৭ বছর বয়সী তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদিকে। গত বছরের শেষের দিকে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেট বোলার থেকে সরাসরি ম্যাচে নামিয়ে দেওয়া হয় আফ্রিদিকে, এরপর থেকেই বোর্ডের রাডারে বেশ ভালোভাবেই ছিলেন এই তরুণ তুর্কি।

উল্লেখ্য, সেই আফ্রিদিকে কিছুদিন আগে হঠাৎ করেই ডেকে পাঠানো হয়েছিলো বিপিএলের দল রংপুর রাইডার্স শিবিরে। তারপর থেকেও চলছিলো অভিষেকের ক্ষণ গণনা। অবশেষে হয়ে গেলো সেটাও, আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বড় পরিসরের কোনো টুর্নামেন্ট খেলতে নামলো আফ্রিদি।

ই-বার্তা/ মাহারুশ হাসান