অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট!

ই-বার্তা ডেস্ক।।  বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের আমন্ত্রণে বিপিএল ফাইনাল দেখতে এসে রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর বলেন, বাংলাদেশ এখন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারাতে সক্ষম।  তবে ধারাবাহিকতার ঘটতির কথাও জানান তিনি। 

 শশাঙ্ক মনোহর বলেন, ‍‘আমরা চেষ্টা করছি ক্রিকেটকে অলিম্পিকে নেওয়ার জন্য।  কিন্তু সেখানে কিছু বাধা আছে।  সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অলিম্পিকে শেষ হয়ে যায় ১৫ দিনে।  ক্রিকেটের একটা বৈশ্বিক আয়োজন আপনি কীভাবে ১৫ দিনে শেষ করবেন? এটা করতে হলে আপনার স্টেডিয়ামও লাগবে।  আর অলিম্পিক তো ক্রিকেট খেলুড়ে দেশগুলোয় হয় না।  অলিম্পিকে ক্রিকেট যোগ করলে টুর্নামেন্ট শেষ করতে আপনার অন্তত চারটা স্টেডিয়াম লাগবেই।’

টেস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মানুষের কেমন আগ্রহ তৈরি হয়।  সত্যি কথা টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে।  এই পরিস্থিতির উন্নতিতে আমরা উপায় বের করার চেষ্টা করছি।  আইসিসির বোর্ড পরিচালকেরা একটা উপসংহারে পৌঁছেছে যে যদি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারি, তাহলে এটা টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে পারবে এবং খেলাটার প্রতি মানুষের আরও আগ্রহ তৈরি করবে।’

টি–টোয়েন্টির ভবিষ্যৎ প্রসঙ্গে আইসিসি সভাপতি বলেন , ‍’যদি আপনারা সম্প্রচারকারীদের টিআরপি দেখেন, টি–টোয়েন্টির টিআরপিই বেশি।  কারণ, খেলাটা অল্প সময়ে শেষ হয়।  এখনকার মানুষের পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখার সময় নেই।  সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে।  তাদের পক্ষে পুরোটা দিন ধরে খেলা দেখা কঠিন।  টি–টোয়েন্টি সেখানে শেষ হয়ে যাচ্ছে সাড়ে তিন ঘণ্টায়।  অনেকটা সিনেমা দেখার মতো।  এ কারণেই টি–টোয়েন্টি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু