অলিম্পিক লিওঁর রক্ষণ ভাঙ্গতে ব্যর্থ বার্সেলোনা

ই-বার্তা ডেস্ক।।  শুরু থেকে শেষ পর্যন্ত জমাট রক্ষণে বার্সেলোনাকে রুখে দিয়েছে অলিম্পিক লিওঁ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে দুই লিগের দুই চ্যাম্পিয়ন দল। মঙ্গলবার রাতের ড্রয়ে ইউরোপ সেরা আসরে লিওঁর বিপক্ষে অজেয় যাত্রা ধরে রাখল বার্সেলোনা। 

এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচে জয়হীন থাকলো বার্সেলোনা।  আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র করল বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সেলোনা।  আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।  পরের মিনিটে পালটা আক্রমণে হোসেমের শট কোন রকমে ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।  আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের ১৯তম মিনিটে বাঁ দিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বার্সেলোনার উসমান দেম্বেলের শট গোল রক্ষকের গায়ে লেগে ফিরে আসে।  

দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠছিল লিওঁ।  তবে বার্সেলোনার পোস্টের নিচে আস্থার প্রতিদান দিয়েছেন টের স্টেগেন।  ৬২ মিনিটে সুয়ারেজের শট ঠেকিয়ে দিয়ে হিরো বনে যান লিও গোলরক্ষক।  শেষ দিকে একাধিক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা।  ৮৫তম মিনিটে মেসির কাট ব্যাকে বুসকেতসের শটও ঠিকানা খুঁজে না পেলে ড্রয়ে নিষ্পত্তি হয় ম্যাচটি।

আগামী ১৩ মার্চে ফিরতি লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যূ’তে  হওয়ায় এবারও শেষ আটের আশা ভালোভাবে টিকে আছে এরনেস্তো ভালভেরদের দলের।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু