অল্পের জন্যে বেঁচে গেলেন সাকিব আল হাসান!

ই-বার্তা ডেস্ক ।।  টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের আঙ্গুলের অবস্থা আরো খারাপ হওয়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হলে জানা যায়, আরেকটু দেরি হলেই পচন ধরতো সাকিবের হাতে। তাই অল্পের জন্যেই তার হাতের আঙ্গুলটি রক্ষা পেল। যদিও এখনোও অবস্থা খুব একটা ভাল নাএসাকিব সম্পর্কে বিসিবির এক কর্মকর্তা জানান, ‘অবশ্যই তার অবস্থা স্থিতিশীল নয় এবং সেটা আরো খারাপের দিকে যাচ্ছিল, তাই তাকে অ্যাপোলোতে ভর্তি হতে হয়েছে।’

 

এই কর্মকর্তা আরো বলেন, ‘তার আহত আঙুল থেকে অনেক পুজ বের হয়েছে যা খারাপ একটা চিহ্ন। আমরা এখন তার অবস্থা পরীক্ষা করার পরে ডাক্তারদের পরামর্শ দেয়ার জন্য অপেক্ষা করছি।’এদিকে সাকিবের অবস্থা এতোটাই খারাপ যে আরো বেশিক্ষন দেরি করলে নাকি পুরো হাতটা দিয়েই আর কোন কাজ করা যেত না। হাত থেকে বের করা হয়েছে প্রায় ৭০ মিলিগ্রাম পুজ।জানা যায়, অপারেশনের জন্য আজ অস্ট্রেলিয়া অথবা যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

 

গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে সিরিজ চলাকালে তিনি যে আঘাত পেয়েছিলেন সাকিব। এরপর এই হাত নিয়েই সাকিব নিদাহাস ট্রফি ও ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নেন যদিও ওয়েস্ট ইন্ডজে ব্যাথানাশক ঔষধ খেয়ে খেলেছেন।

 

ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পর সাকিব খুব দ্রুত সম্ভব অপারেশন করতে চেয়েছিলেন তবে বিসিবির ও দেশের চাওয়াতে তিনি এশিয়া কাপ খেলতে যান। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটির চেয়ে তার অবস্থা আরো খারাপ হয়ে ওঠে এবং দেশের উদ্দেশ্যে ফিরে আসেন।

 

 

 

ই-বার্তা / desk