অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান

ই-বার্তা ডেস্ক।।  সোমবার দুপুরে আগুনে পুড়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিসের কিছু অংশ ৷ এ সময় অফিসেই ছিলেন ইমরান খান। তবে প্রধানমন্ত্রী ইমরান খানসহ সকলকে দ্রুত বের করে আনা হয়। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তবে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম ইমরান উপস্থিত ছিলেন বলে জানালেও কিছু সংবাদমাধ্যম বলছে তিনি সেখানে ছিলেন না।

যতক্ষণ না প্রতিটি সরকারি কর্মী নিরাপদে বেরিয়ে এসেছেন, ততক্ষণ পর্যন্ত ইমরান খান ঘটনাস্থলেই ছিলেন বলে দাবি করেছে জিও টিভি৷

খালিজা টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রীর অফিসের ছতলায় আগুন লাগার ঘটনা ঘটে৷ সেই সময় ওই ভবনেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে তিনি পাঁচ তলায় ছিলেন। তবে তিনি বাসায় চলে যান।

পাকিস্তানের জিও টিভির দাবি, পাঁচতলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠক করছিলেন ইমরান খান৷ সেসময়ই আগুন লাগার ঘটনা ঘটে৷ দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান৷ তাঁর বাসভবন বানিগালার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে৷

ই-বার্তা/ মাহারুশ হাসান