অসত্যে ভর করে দেশ চালানো উচিত না: ড. কামাল

ই-বার্তা ডেস্ক ।।  জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন মন্তব্য করেছেন যে, ভুল কথা বলে এবং অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না।  জনগণ দেশের মঙ্গল চায়।

আজ শুক্রবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জেএসডি আয়োজিত ‘২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, দেশের মালিক হিসেবে জনগণের প্রতি সরকারের যে শ্রদ্ধাশীল হওয়ার কথা, তা হচ্ছে না।  অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিল জনগণের দাবি। কিন্তু ২৯ ডিসেম্বর রাতে কী হলো? সেটা অবাধ ছিল? নিরপেক্ষ ছিল? কী ছিল সেটা? ভুল কথা বলে, অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না। 

কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর সময়কার আওয়ামী লীগ এখন নেই।  সেই সময়ের আওয়ামী মানে ছিল জনতা।  জেএসডি সভাপতি ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, রাজনীতিবিদ সিরাজুল আলম খানের কথা স্মরণ করে ঐক্যফ্রন্ট নেতা বলেন, ইতিহাসের মৌলিক বিষয় নিয়ে বিতর্কের অবকাশ নেই।  তিনি বলেন, ‘এ দেশ তো রাজতন্ত্র না, অমুকের সন্তান বা কন্যা বলে রাজত্ব করতে পারবে।’

তিনি বলেন, সরকার মহা সমস্যায় পড়ে গেছে যে নতুন জেলখানা তৈরি করতে হচ্ছে।  সাড়ে সাত কোটি মানুষ থাকা অবস্থায়ও বাঙালিকে জেলে ভরে রাখা সম্ভব হয়নি।  এই হুমকির কোনো অর্থ নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।

ই- বার্তা / শাহাদাত ছৈয়াল