অসুস্থ মায়ের পাশে থাকতেই ছাড়পত্র নিয়েছে আবরারের ছোট ভাই ফাইয়াজ

ই- বার্তা ডেস্ক।।   বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বড় ভাইয়ের অকাল মৃত্যুর শোকে অসুস্থ হওয়া মায়ের পাশে থাকার জন্য ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন ।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেয়ার আগে করা আবেদনপত্রে কারণ হিসেবে এটি উল্লেখ করেন তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ বরাবর লেখা ছাড়পত্রের আবেদনে তিনি লিখেন, ‘যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, আমার ভাইয়ের অকাল মৃত্যুর শোকে অসুস্থ হয়ে যাওয়ায় আম্মুর পাশে থাকার জন্য আমার কলেজ থেকে ছাড়পত্রের প্রয়োজন। অতএব জনাবের নিকট বিনীত অনুরোধ আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত নিবিড় পর্যবেক্ষণ কমিটির (নিপক) প্রধান সমন্বয়কারী ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর পুরঞ্জয় বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘আমরা সব ধরনের সহায়তার আশ্বাসের পরও শুধুমাত্র পারিবারিক সিদ্ধান্তের কারণে সে ছাড়পত্র নিয়েছে।’

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘ঢাকা কলেজ প্রশাসন আবরার ফাইয়াজের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। আমরা তার নিরাপত্তা দিতে প্রস্তুত ছিলাম। সে বাইরে থেকে ক্যাম্পাসে ক্লাসে আসতো। আমি তাকে হলে সিটের ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম। সেখান থেকে সে নির্বিঘ্নে ও নিরাপদে পড়ালেখা চালাতে পারতো। একপর্যায়ে সে ঢাকা কলেজেই পড়বে বলে কিছুটা মন স্থির করলেও পরে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে ছাড়পত্র নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’

যেকোনো ছাত্রের জন্য ঢাকা কলেজের পরিবেশ সম্পূর্ণ নিরাপদ উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, ‘সে কুষ্টিয়ায় পড়ালেখা করলেও যে কোনো ব্যাপারে সহযোগিতার জন্য তাকে আশ্বস্ত করেছি।’