অস্কারের দৌড়ে এবার এগিয়ে যারা

 

ই-বার্তা ডেস্ক।। বিশ্ব সিনেমা অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার,।প্রতি বছরই অস্কারের সময় ঘনিয়ে আসার আগে শুরু হয় নানা জল্পনা কল্পনা। অস্কারের দৌড়ে কে এগিয়ে আছে তা নিয়ে শুরু হয় আলোচনা।

সেরা নির্মাতা:
২০১৯ সালে হলিউডে মুক্তি পেয়েছে সব বাঘা নির্মাতাদের ছবি। আর তাই লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। কে জিতবেন সেরা নির্মাতার পুরস্কার সেটা অনুমান করাও তাই কঠিন। দেখে নিন এবছরের আলোচিত নির্মাতাদের তালিকা।

মার্টিন স্করসিস (দ্য আইরিশম্যান)
বুন জুন-হো (প্যারাসাইট)
কোয়েন্টিন টারান্টিনো (ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড)
নোয়াহ বাউমবাচ (ম্যারেজ স্টোরি)
পেদ্রো আলমোদোবার (পেইন অ্যান্ড গ্লোরি)
গ্রেটা গারউইগ (লিটিল ওমেন)
ক্ল্যারি ডেনিস (হাই লাইফ)

সেরা অভিনেতা:
এবছর সেরা অভিনেতা হিসেবে আলোচনায় আছেন রবার্ট ডি নিরো, ডিক্যাপ্রিও এবং অ্যাডাম স্যান্ডলার। কিন্তু তা ‘জোকার’ মুক্তির আগের কথা। জোকার মুক্তির পরে এখন আলোচনায় একটিই নাম, জোয়াকুইন ফোনিক্স। এক নজরে দেখে নিন এবছরের আলোচিত অভিনেতাদের তালিকা যারা এগিয়ে আছেন অস্কারের দৌড়ে।

অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি)
অ্যান্টনিও ব্যান্ডারাস (পেইন অ্যান্ড গ্লোরি)
রবার্ট ডি নিরো (আইরিশম্যান)
জোয়াকুইন ফোনিক্স (জোকার)
লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড)
অ্যাডাম স্যান্ডলার (আনকাট জেমস)
জোনাথন প্রাইস (টু পোপস)

সেরা অভিনেত্রী:
‘জুডি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জেলওয়েগার তার দ্বিতীয় অস্কার জিতে যেতে পারেন এবছর। তবে স্কারলেট জোহানসনও সম্ভাবনার দিক থেকে পিছিয়ে নেই। দেখুন এবছরের প্রশংসিত অভিনেত্রীদের তালিকা।

রেনি জেলওয়েগার (জুডি)
স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি)
সাওইরস রোনান (লিটল ওমেন)
আলফ্রে উডার্ড (ক্লেমেন্সি)
লুপিতা নিয়ঙ্গো (আস)
চারলিজ থেরন (বোম্বশেল)
সিন্থিয়া এরিবো (হ্যারিয়েট)
ওকওয়াফিনা (ফেয়ারওয়েল)

সেরা ছবি:
সিনেমা প্রেমীদের চোখ থাকে অস্কারের সেরা ছবির দিকে। এবছর এই তালিকায় আলোচনায় আছে মার্টিন স্করসিস এর ‘দ্য আইরিশম্যান’, কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড।’ এছাড়াও দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’ এবং স্পেন এর ‘পেইন অ্যান্ড গ্লোরি’ও প্রশংসা পেয়েছে (যদিও এই দুটি ছবি বিদেশি ভাষার ছবি)। এক নজরে দেখে নিন সেরা ছবির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে কোন ছবিগুলোর।

দ্য আইরিশম্যান
ওয়ান আপন অ্যা টাইম ইন হলিউড
প্যারাসাইট
ম্যারেজ স্টোরি
লিটিল ওমেন
জোজো র‍্যাবিট
ফোর্ড ভার্সেস ফেরারি
অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড
জোকার
দ্য ফেয়ারওয়েল
পেইন অ্যান্ড গ্লোরি
১৯১৭
অ্যা হিডেন লাইফ
জুডি
দ্য টু পোপস