অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়ে প্রতিবাদ

ই-বার্তা ডেস্ক।।  এবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছেন এক প্রতিবাদকারী।  দেশটির স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। 

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে প্রচারণার সময় এক প্রতিবাদকারী স্কট মরিসনকে লক্ষ করে ডিম ছুড়ে মারে।  ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে এ ঘটনা ঘটেছে। 

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিবাদকারীর ছুড়ে মারা ডিমটি মরিসনের মাথায় লাগলেও তা ভাঙেনি।  টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, এই ঘটনায় এক নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে।  তবে ওই প্রতিবাদকারী ঠিক কি কারণে এ ঘটনা ঘটিয়েছে এর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

প্রধানমন্ত্রী স্কট মরিসন ডিম ছুড়ে মারার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন।

এর আগে দেশটির এক রাজনীতিবিদের মাথায় ডিম ভেঙে বিশ্বব্যাপী ভাইরাল হয়ে উঠেছিলেন সতেরো বছরের এক তরুণ।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু