অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে সাইফউদ্দিন

ই-বার্তা ডেস্ক।।  অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন পিঠে চোট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ব্যথার কারণে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। 

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে উইকেট শিকারে দেশি বোলারদের তালিকায় সবার উপরেই রয়েছেন সাইফউদ্দিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচের আগে তার চোটে  কিছুটা চিন্তিত টাইগার শিবিরে। 

একটি সূত্রে জানা যায় পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা অনিশ্চিত হয়ে গেছে সাইফউদ্দিনের। অজিদের বিপক্ষে শেষ পর্যন্ত সাইফউদ্দিন খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন রুবেল হোসেন। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি রুবেল।

সাইফউদ্দিনের পাশাপাশি চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলাও নিয়েও রয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত সৈকত খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন সাব্বির রহমান রুম্মন।

আর যদি সাইফউদ্দিন-সৈকতের দু’জনই খেলতে না পারে সেক্ষেত্রে উনিং কম্বিনেশন ভেঙ্গে একাদশ সাজাতে হবে মাশরাফিকে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু