অস্ট্রেলীয়রা খুলে ফেললো ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধায় টানানো ব্যানার

ই-বার্তা ডেস্ক।।  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিশ্বব্যাপী বইছে নিন্দার ঝড়। নৃশংস হামলার সমালোচনায় মুখর গোটা বিশ্বের আপামর জনসাধারণ। সবাই জানাচ্ছেন হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা।

তবে এদুর্ধর্ষ হামলায় ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) একটি রাগবি ম্যাচে ব্যানার টানায় নিউজিল্যান্ডের দল ক্রুসেডারসের সমর্থকরা।  এতে বেঁকে বসেন মাঠের নিরাপত্তাকর্মীরা। দ্রুত ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেন তারা। পরে সোশ্যাল মিডিয়া টুইটারে প্রতিবাদ জানিয়েছেন ক্রসেডার সমর্থকরা। তবে অন্য ব্যাখ্যা দাঁড় করিয়ে এসসিজি কর্তৃপক্ষ  নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, লেখা কিংবা ছবি সম্বলিত যেকোনো ব্যানার সিডনি ক্রিকেট ও স্পোর্টস ট্রাস্ট আক্রমণাত্মক ও বৈষম্যমূলক বলে মনে করে।

উল্লেখ্য, মাঠে উপস্থিত সমর্থকেরা নিজেদের মতো করেই শ্রদ্ধা জানিয়েছে হতাহতদের। হাত ধরে পাশাপাশি হেঁটেছেন ক্রুসেডারস ও ওয়ারাতাহাস সমর্থকেরা। গোলাকার বৃত্ত বানিয়ে নীরবতাও পালন করেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান