অ্যানফিল্ডে সাদিও মানের ব্যর্থতায় ড্র করলো লিভারপুল

ই-বার্তা ডেস্ক।।  অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল সমান পাঁচবার করে ইউরোপ সেরা লিভারপুল ও বায়ার্ন মিউনিখ।  দুই দলের মধ্যে রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিল সমর্থকরা।  সে রকম কিছু উপহার না দিয়ে রক্ষণ জমাট রেখে লিভারপুলের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে বায়ার্ন। 

শুরুতেই এলোমেলো ফুটবল খেলতে থাকে দুই দল।  তবে ধীরে ধীরে গুছিয়ে ওঠা লিভারপুল প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায়।  ৩৩তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটিও পায় তারা।  পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়েছিলেন সাদিও মানে, একমাত্র বাধা ছিল গোলরক্ষক। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে অ্যানফিল্ডকে আনন্দের জোয়াড়ে ভাসাতে পারেনি সেনেগালের এই ফরোয়ার্ড।  ৩৮তম মিনিটে আবারও গোল করার মতো পজিশনে বল পান মানে।  কিন্তু বাইসাইকেল কিক নিতে গিয়ে বাইরে মেরে আবারও হতাশ করেন তিনি।

গ্রুপ পর্বে অপরাজিত থাকা বায়ার্ন প্রথমারর্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল।  কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগকে তেমন কোনো চাপে ফেলতে পারেনি তারা।  দ্বিতীয়ার্ধের শুরুতে অতিথিদের সেরা পারফরমার সের্গে জিনাব্রি ৫৯তম মিনিটে দূরপাল্লার বুলেট গতির শটে লিভারপুলকে কাঁপিয়ে দেয়। তবে বল ক্রসবার ঘেঁষে বাইরে চলে গেলে বেঁচে যায় ক্লপের দল।  

শেষদিকে একচেটিয়া আক্রমণ করতে থাকে লিভারপুল।  ৮৫তম মিনিটে পার্থক্য গড়ে দেওয়ার আরেকটি সুযোগও পেয়ে যান মানে।  কিন্তু তার হেড ঠেকিয়ে জাল অক্ষত রাখেন মানুয়েল নয়ার।  পুরো ম্যাচে মোট ১৫টি শট নেয় ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা লিভারপুল, যার দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, নিজেদের ঘর সামলে আক্রমণে ওঠা বায়ার্ন মোট শট নিয়েছে ৯টি। 

ফিরতি লেগে আগামী ১৩ মার্চ বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে দল দুটি।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু