অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষে অ্যামাজন

ই-বার্তা।।  মূলধনের দিক থেকে অ্যাপল শীর্ষস্থান হারানোর হুমকিতে পড়েছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, অ্যাপলকে ছাড়িয়ে অ্যামাজন প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের মাইলস্টোন স্পর্শ করতে যাচ্ছে।

ওয়াল স্ট্রিট গত বছর ঘোষণা দিয়েছিল, আইফোনের কল্যাণে গত ১২ মাসের তুলনায় এ বছর (২০১৮) অ্যাপলের স্টক ২৪ শতাংশ বাড়বে। এতে করে অ্যাপলের মোট মূলধন হবে ৮৯৩ বিলিয়ন ডলার। অ্যামাজনের চেয়ে ১৪১ বিলিয়ন ডলার বেশি।

কিন্তু অ্যামাজনের  মূলধন ওয়াল স্ট্রিট-এর বাজার বিশ্লেষকদের ধারণার চেয়েও দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। গ্যাপ পূরণ করে  অ্যাপলকে টপকে যাচ্ছে অ্যামাজন।

অ্যামাজনের স্টক গত বছরের তুলনায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যামাজনে শপিং প্রসেসও বেড়েছে। এছাড়া ওয়েব সার্ভিসের বাজারও বেড়েছে অ্যামাজনের।

৭৮৩ বিলিয়ন ডলার মূলধন নিয়ে অ্যালফাবেট দ্বিতীয় অবস্থানে রয়েছে। গুগলের এই প্যারেন্ট কোম্পানিটির শেয়ার গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির হার অ্যাপলের তুলনায় দ্রুততর হলেও অ্যামাজনের তুলনায় ধীরগতির।

যদি অ্যামাজন এর স্টক বৃদ্ধির হার গত বছরের মতোই অব্যাহত থাকে তাহলে কোম্পানিটির বাজার মূলধন আগস্ট মাসের শেষ দিকে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। একই সময়ে স্টক মূল্য ক্রমাগত বাড়তে থাকলে অ্যাপলের ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে এক সপ্তাহ বেশি লাগবে।

আর গত বছরের মতোই স্টক মূল্য বাড়তে থাকলে ২০১৯ সালের আগে অ্যালফাবেট ইনকর্পোরেটেড ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারবে না।

সূত্র: গেজেটস নাউ