আইপিএল এর সম্প্রচার পাকিস্তানে বাতিল করা হলো

ই-বার্তা ডেস্ক।।  টি-২০ ক্রিকেটের ধামাকা লিগ আইপিএল এর ক্ষনগননা শুরু হয়ে গেছে।  আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট দেখা যাবে না পাকিস্তানে।  কারণ পুলওয়ামা হামলার পর ভারত তাদের দেশে ‘পিএসএল’ সম্প্রচার বন্ধ করে দেয়।  এবার পাকিস্তানের গন মাধ্যমগুলো তাদের  সুযোগ বুঝে নিচ্ছে  শোধ নিচ্ছে।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলা হয়।  এরপর দুই দেশ যুদ্ধের মেজাজে চলে আসে। ভারতের প্রায় ৪০জন সেনা ওই হামলায় মারা যায়। ওই ঘটনার পর পাকিস্তান সুপার লিগের সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় আইএমজি–রিলায়েন্স।  ভারতে পিএসএলের সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয় স্পোর্টস চ্যানেল ‘ডি স্পোর্টস’ ম্যাচ সম্প্রচার বয়কট করে।  এবার তাই পাকিস্তানে আইপিএলের সম্প্রচার বাতিল করা হয়েছে।

পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দেশটির সম্প্রচার মাধ্যমের নীতি-নির্ধারণ কতৃপক্ষ (পারমা) সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানে আইপিএল সম্প্রচার করা হবে না। 

ই-বার্তা / আরমান হোসেন পার্থ