আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজুর রহমান

ই-বার্তা ডেস্ক।।  ইনজুরি থেকে ফেরার পরে কমে গেছে মুস্তাফিজুরের কাটারের ধার।  তাঁর কাটার খেলতে ব্যাটসম্যানদের আর আগের মতো সমস্যা হয় না।  তবে গত বছর বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফিরে দারুণ পারফর্ম করেন মুস্তাফিজুর রহমান।

বছরের বাকিটা সময়  ধারাবাহিক পারফরম্যান্স করে গেছেন।  মাঠে এমন পারফরম্যান্সের স্বীকৃতি স্বরুপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ওভারে অসাধারণ বল করেছিলেন তিনি। যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছিলেন মুস্তাফিজ।  গত বছর ১৮ ম্যাচে ২১.৭২ গড়ে ২৯ উইকেট নিয়ে ওডিআইতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছয়ে ছিলেন ফিজ।

আইসিসি এক বিজ্ঞপ্তিতে মুস্তাফিজ সম্পর্কে লিখেছে, ‘বল সুইং করানোর ক্ষমতা ও স্লোয়ার মিলিয়ে দুর্দান্ত এক ওয়ানডে বোলার সে।’ একমাত্র বাংলাদেশি হিসেবে আইসিসির সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। 

বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু