শ্রদ্ধা নিবেদনের জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

ই-বার্তা ডেস্ক ।।  কিংবদন্তী ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে ।  আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মরদেহ আনা হয়। সেখানে রাখা হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে  জাতীয় ঈদগাহে । সেখান থেকে তার স্টুডিও এবি কিচেনে মরদেহ নেয়া হবে । চ্যানেল আই প্রাঙ্গনে এরপর মরদেহ নেয়া হবে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এই জানাজা শেষে মরদেহ আবার হিমঘরে নিয়ে যাওয়া হবে।

 

কানাড়া ও অস্ট্রেলিয়া থেকে দুই ছেলে ফেরার পর চট্টগ্রামে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।গতকাল সকালে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

ই-বার্তা / ডেস্ক