আগামীকালের গণজমায়েত স্থগিত করলো ঐক্যফ্রন্ট

ই- বার্তা ডেস্ক।।   আগামীকাল মঙ্গলবার বিকেলে ফেনীর মাদরাসাছাত্রী নুসরাতসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে  শাহবাগে গণজমায়েত ও মানববন্ধনের ডাক দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। তবে ‘অনিবার্য কারণবশত’ তা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক ও গণফোরামের স্থায়ী কমিটির সদস্য লতিফুল বারী হামিম।

লতিফুল বারী হামিম বলেন, আজ বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। সভা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

সভায় উপস্থিত কমিটির এক সদস্য  বলেন, বেশ কয়েকটি কারণে সভা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম বিএনপির সংসদ সদস্যদের শপথগ্রহণ। এছাড়াও ঐক্যফ্রন্টের অন্যতম শরীক দল গণফোরামের কাউন্সিল হল কয়েকদিন আগে। এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। অন্য শরীকরাও দল গোছানোর কাজে ব্যস্ত। বঙ্গবীর কাদের সিদ্দিকীও অসুস্থ, সব মিলে গণজমায়েতটি স্থগিত করা হয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম