আগামীকাল উদযাপিত হবে বিশ্ব পানি দিবস

ই- বার্তা ডেস্ক।।   আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে বিশ্ব পানি দিবস উদযাপিত হবে। বিশ্বব্যাপী ২২ মার্চ এই দিবস পালিত হলেও এবার ওইদিন শুক্রবার হওয়ায় তা ১১ এপ্রিল পালনের সিদ্ধান্ত হয়।

আজ বুধবার  ‘বিশ্ব পানি দিবস-২০১৯’ উপলক্ষে সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ তথ্য জানান। এ বছর জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হল- লিভিং নো ওয়ান বিহাইন্ড।

দিনব্যাপী দিবস উদযাপনের আয়োজনে সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে পানিসম্পদ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন পাঁচটি সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা ও এনজিও প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি হবে। র্যালিটি মানিক মিয়া এভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আমরা তা সংক্ষিপ্ত করে করে কৃষিবিদ ইনস্টিটিউট প্রান্তে শেষ হবে।

সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিশ্ব পানি দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম