আগাম ভোটের প্রস্তাব দিলেন মাদুরো

ই-বার্তা ডেস্ক।।  শনিবার রাজধানী কারাকাসে এক ভাষণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন।  কয়েক হাজার সমর্থকের উদ্দেশে দেয়া ওই ভাষণে মাদুরো বলেন, এ বছরই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নিয়ম অনুযায়ী আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  কিন্তু দেশ-বিদেশে ব্যাপক চাপের মুখে আগাম নির্বাচন দেওয়ার কথা বলেছেন তিনি।  সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তা পক্ষ ত্যাগ করে স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোর পক্ষ নিয়েছে। 

মূলত গত ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র সমর্থিত হুয়াদ গুইদো নিজেকে স্বঘোষিত প্রেসিডেন্ট দাবির পর থেকেই ভেনেজুয়েলায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। 

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গুইদোকে সমর্থন দিলেও মাদুরোর পাশে দাঁড়ায় রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশগুলো।  সমাবেশে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়ে মাদুরো বলেন, হোয়াইট হাউসের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চৈতন্য বৃদ্ধি পাচ্ছে।

২০১৮ সালের অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুইদো। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু