আগেও আগুন লেগেছিলো ডিএনসিসি মার্কেটে, মানা হয়নি নির্দেশনা

ই-বার্তা ডেস্ক ।।  রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি পুড়ে যায় ডিএনসিসি মার্কেটের এই অংশটিতে। তখন তদন্ত প্রতিবেদনে যে সুপারিশগুলো করা হয়েছিল, তা বাস্তবায়ন হয়েছে কিনা? এমন প্রশ্নে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আগুন আগে নেভানো হোক। আমরা দেখব, কী বাস্তবায়ন হয়েছে আর কী হয়নি।’

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, গতবারের আগুনের পর ফায়ার সার্ভিসের পরামর্শ মানা হয়নি। ডিএনসিসি মার্কেটের অবকাঠামো নিয়ে এখনো অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

২০১৭ তে আগুন লাগার পরে এই মার্কেটটি করে দেয়া হয়েছিলো কর্তৃপক্ষের পক্ষ থেকে, যাতে ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারেন। দোকানিরা বলেন, আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থাই নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। তার ফলে আজ আমরা সর্বস্বান্ত হয়ে গেলাম।

সুগন্ধীর দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

কাচাবাজার ও মাছের বাজারের পাশাপাশি রং, কেমিকেল, কাপড় এবং পারফিউমের দোকান রয়েছে এই মার্কেটে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া