আজ আত্মসমর্পণ করছে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীরা

ই-বার্তা ডেস্ক।।  আজ শনিবার সকালে আত্মসমর্পণ করছেন টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা।টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ।  ইয়াবা ব্যবসায়ীদের আলোচিত আত্মসমর্পণ অনুষ্ঠানটি হবে সকাল ১০টার দিকে।  

এদিকে অনুষ্ঠান আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে পুলিশ প্রশাসন।  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন।  কোথাও যেন কোনো ত্রু টি না থাকে সে চেষ্টা করছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  আরও উপস্থিত থাকবেন আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক কামাল হোসেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করতে সহযোগিতা কামনা করেছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।

ইতিমধ্যে এমপি বদির ৩ ভাই, ভাগিনা, ফুফাতো ভাইসহ ৭ জন আত্মসমর্পণের জন্য সেফহোমে রয়েছেন।  এদিকে শেষ মুহূর্তে নতুন করে  আর কারা আত্মসমর্পণ করছেন তা নিয়ে মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই।  এ ছাড়া শতাধিক ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের সেফহোমে আছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 

টেকনাফ থানার পরিদর্শক এবিএমএস দোহা জানান, সকালে কক্সবাজার পুলিশের তত্ত্বাবধানে থাকা শতাধিক ইয়াবা ব্যবসায়ীকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হবে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু