আজ টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

ই-বার্তা।। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে উতুঙ্গে ফর্মে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান, নেপাল, ভুটানকে উড়িয়ে ফাইনালে নাম লিখিয়েছেন তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

 

পড়শিদের হারিয়ে ফের শিরোপায় চুমু আঁকতে পারবে মারিয়ারা? আবারো কী দেশেকে বিজয়ের আনন্দে ভাসাতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা? এর উত্তর মিলবে আজই। সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালি লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। শিরোপাতেই চোখ বাঘিনীদের। এজন্য সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত তারা।

 

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, আমাদের দল স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করবে। ছন্দটা ধরে রাখার চেষ্টা করবে। শিরোপা পেতে সর্বোচ্চটা উজাড় করে দেবে মেয়েরা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মেয়েরা এখন সাফল্যের প্রতীক। মাত্র সাত মাসের অনুশীলনেই পাকিস্তান, নেপাল ও ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকার কথা মেয়েদের।

 

তবে সেসব কথা ভুলে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাদের মনোজগতে শুধুই ভাবনা ফাইনাল নিয়ে। অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ভারত অনেক শক্তিশালী দল। অভিজ্ঞতাসমৃদ্ধ দল প্রতিবেশিরা। তাদের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার আছে। যারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। খেলায় পার্থক্য গড়ে দিতে পারে। সবকিছুই মাথায় রাখতে হবে আমাদের।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট