আজ ঢাকা আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

ই-বার্তা ডেস্ক।।  আজ সোমবার রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।  জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হিসেবে বাংলাদেশে আসছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।

এমিরেটসের একটি ফ্লাইটে আজ সকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার।  সেখান থেকে সরাসরি কক্সবাজারে যাবেন অ্যাঞ্জেলিনা জোলি।  তবে ইউএনএইচসিআরের ঢাকা অফিস তার এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি ।  এই অভিনয়শিল্পী  ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

সূত্র জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতেই বাংলাদেশে আসবেন জোলি।  তবে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট তারিখ গোপন রাখা হয়েছে।  বাংলাদেশে পৌঁছানোর পরই বিষয়টি জানানো হবে।

এর আগে ২০১৭ ও ২০১৮ সালে ও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি।  তখন নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। 

অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে জানা যায়।

জোলির আগে ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রোহিঙ্গা শিবির দেখতে বাংলাদেশে এসেছিলেন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু