আজ তৃতীয় ধাপে ভোট গ্রহণ চলছে ১১৭ উপজেলায়

ই-বার্তা ডেস্ক।।  পঞ্চম ধাপে সম্পন্ন হতে যাওয়া এবারের উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ রবিবার দেশের ১১৭ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথমে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দু’টিতে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রেখেছে।  শুধু চেয়ারম্যান প্রার্থীকে দলীয় প্রতিক দিয়ে পাঠানো হয়েছে।  

নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, তৃতীয় পর্যায়ে সাত বিভাগের ২৫ জেলার ১১৭টি উপজেলায় ১ হাজার ৩৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।  এসব উপজেলায় মোট ভোটার ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।  কেন্দ্র সংখ্যা ১০ হাজার ১৮টি।

উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে নির্বাচনের আগের দুইদিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দুইদিনসহ মোট পাঁচদিন নির্বাচনী এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকছে।

ইসির সূত্র জানায়, তৃতীয় ধাপে ১২৭টি উপজেলার তফসিল ঘোষণা করা হলে এর মধ্যে ছয়টি উপজেলার সবপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হবে না। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু