আজ থেকে মুক্ত স্মিথ-ওয়ার্নার

ই-বার্তা ডেস্ক।।  নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের।  আজ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন তারা।  তবে দলের বাইরে থাকায় সেটা আপাতত সম্ভব হচ্ছে না।

বর্তমানে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে অস্ট্রেলিয়া দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।  বাকি দুই ম্যাচের জন্যও দলে ডাক পাননি তারা।  

তবে দলের সঙ্গে মানিয়ে নিতে চলমান সিরিজের শুরুতে দুই ক্রিকেটারকেই দুবাই যেতে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া।  সেখানে গিয়ে সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেন।  পরে ভারতে এসে এখন আইপিএল নিয়ে ব্যস্ত আছেন এই দুই তারকা। 

এদিকে দুবাইতে দুই ক্রিকেটারকে দেখে বর্তমান অজি ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, ‌স্মিথ-ওয়ার্নারকে দেখে মনে হলো দুজনই চাপে আছেন।‌ 

উল্লেখ্য, গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেউটাউন টেস্টে বল টেম্পারিংয়ে দায়ে স্মিথ-ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর করে নিষিদ্ধ করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।  চলতি বছরের ২৯ মার্চ শেষ হচ্ছে তাদের নিষেধাজ্ঞা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু