আজ থেকে শুরু বাণিজ্য মেলা

ই-বার্তা ডেস্ক।।  আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা।  রাজধানীর শেরেবাংলা নগরে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। 

৩২ একর জমিতে ওপর নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের মেলা। মেলার মূল ফটক সাজানো হয়েছে জাতীয় স্মৃতি সৌধের আদলে। সঙ্গে থাকছে পদ্মা সেতুর মডেলও।

এ বছর ২১টি দেশ মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া।

এবার মেলায় প্রবেশ করতে কিছুটা অতিরিক্ত মূল্য গুনতে হবে। মেলায় প্রবেশ টিকিটের দাম ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মোট টিকিটের ২৫ শতাংশ অনলাইনে পাওয়া যাবে।

গত বছরের তুলনায় এবার ১৫৯ টি স্টল কমানো হয়েছে। গত বছর ৬৩০টি স্টলের পরিবর্তে এবার করা হয়েছে ৪৮৩টি। এবারের স্টলের মধ্যে রয়েছে ১১২টি প্যাভেলিয়ন, ১২৮টি মিনি প্যাভেলিয়ন এবং ২৪৩টি বিভিন্ন ক্যাটাগরির স্টল।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু