আজ বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা।  বিকেল ৩টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মেলার স্টলগুলো ঘুরে দেখবেন এবং তার প্রিয় কিছু বই কিনবেন।

মেলা কমিটি একাধিক সুত্র জানায়,  প্রতি শুক্র ও শনিবার বইমেলায় শিশু প্রহর থাকবে।  শিশু প্রহর চলবে দুপুর ১টা পর্যন্ত।  এ দুদিন মেলা শুরু হবে বেলা ১১টায়।  শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন মেলা শুরু হবে বিকেল ৩টা থেকে।

এবারও মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু কর্নার থাকবে।  এখানে শিশুদের চিত্ত-বিনোদনের বিশেষ ব্যবস্থা থাকছে।  সেখানে শিশুবিষয়ক লেখকরাও কোমলমতি শিশুদের সঙ্গ দেবেন। 

মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।  তিন শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার সাহায্যে নিচ্ছিদ্র নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী।

 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু