আজ ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায় আসছেন

ই-বার্তা ডেস্ক।।  এশিয়া-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকা পৌঁছেছেন।  দুই দিনের সফরে আসা মার্ক  ঢাকায় পৌঁছে টুইটে জানান, ঢাকায় তিনি নির্বিঘ্নে পৌঁছতে পেরেছেন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে দেখা করেছেন।

সফরকালে তিনি ঢাকা-লন্ডন সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করবেন।  এছাড়া সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও উচ্চশিক্ষার ওপর গুরুত্ব দেবেন বলে জানা গেছে।

শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরের সময় মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।  মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে দেয়া ব্রিটিশ সহায়তা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য বেশ কয়েকটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আলোচনা চলছে।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ক্যাম্পাস স্থাপনের এ প্রক্রিয়া আরও দ্রুততর করার উপায় নিয়ে তিনি আলোচনা করবেন।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ